শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন
মিডিয়ায় যখন রাখি ও দীপকের বিয়ের গুঞ্জন চলছে, তখন শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন দীপক কালাল, যেখানে তিনি দাবি করছেন, পুরো ভারতে ‘দুলহান’-এর তিনি খোঁজ করেছেন।
অবশেষে তিনি ‘দুলহান’ খুঁজে পেয়েছেন। এই কথা বলেই একটি বিশেষ মহিলার সঙ্গে সকলের তিনি আলাপ করিয়ে দেন। দাবি করেন, এই নারীই তাঁর হবু স্ত্রী। পুরো ভিডিওতে হাজির ছিলেন দীপক কালালের মাও। সূত্র:কালের কণ্ঠ।
এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে দীপক কালাল লিখেছেন, আমাদের বিয়ে যতই বাতিল হয়ে যাক, তুমি কিন্তু আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো। ভক্তদের অনুরোধ এই ভিডিওটি যাতে রাখি সাওয়ান্তকে যেন ট্যাগ না করা হয়।
রাজশাহীর সময় ডট কম–০৪ ডিসেম্বর ২০১৮