শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন
আব্দুল মতিন, চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৮ টি মাদক মামলার আসামী মাদক সম্রাট হাসেমকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।আটক হাসেম আলী থানার ইউসুফপুর গ্রামের ইমরান আলীর ছেলে।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এস আই মনিরুল ইসলাম এবং এএসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর বাজার সংলগ্ন পদ্মা কোচিং সেন্টারের সামনে থেকে মাদক সম্রাট হাসেমকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদক সম্রাট হাসেম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে দেশের বিভিন্ন থানায় ৮ টি মাদক মাদক মামলা রয়েছে।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,মাদক সম্রাট হাসেমকে বিঙ্গ আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরন করা হবে।
রাজশাহীর সময় ডট কম – ২০ নভেম্বর, ২০১৮