ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার চন্দ্রিমার পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ সাব্বির গ্রেফতার মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ গ্রামবাসী নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মৃত্যু ‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’

রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন
রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহী সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার পর থেকে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। ভয়ের কারণে অনেক শিক্ষার্থী কলেজে উপস্থিত হতে পারেননি। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী বহিরাগত কয়েকজনকে নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।[4][5]

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজার দাবি, তারা নবীন বরণ অনুষ্ঠানের অনুমতির জন্য অধ্যক্ষের কাছে যাচ্ছিলেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পথ আটকে পরিচয়পত্র দেখতে চায় এবং তাদের দুজনকে মারধর করে।

অন্যদিকে, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং সকল শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এ ব্যপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭