শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
রাজশাহীর সময় ডেস্ক : টাঙ্গাইলে গ্রাম্য সালিশে সমাজ নিয়ে সালিশি বৈঠকে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মান্নান (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার বিকালে উপজেলার গাবসারা ইউনিয়নের ডিগ্রির চর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মান্নান ভুঞাপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের বাসিন্দা।
একই সময় ইউপি মেম্বার সুরুজ্জামান দুল্লু ও শিক্ষক স্বপন মোল্লা অসুস্থ হলে তাদের দু’জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাবসারা ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জানান, গ্রামের সমাজ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের জন্য সালিশে বসেন। এ সময় সালিশ চলাকালিন তর্কাতর্কির এক পর্যায়ে মান্নান উত্তেজিত হলে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে নিয়ে ভুঞাপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়া ওই সালিশে ইউপি মেম্বার দুল্লু ও শিক্ষক স্বপন একই রোগে আক্রান্ত হন। তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর সময় ডট কম – ১৫ আগস্ট ২০১৯